নিউজডেস্ক:
চোপড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নার্স ডে উদযাপন করা হলো। ফুলের তোড়া দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় নার্সদের । দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সহ একদল প্রতিনিধি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নার্সদের সংবর্ধনা জানান । এদিন চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সদের হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন । ভারত তথা বিশ্বজুড়ে শুক্রবার ”আন্তর্জাতিক নার্স দিবস” পালিত হচ্ছে। আধুনিক নার্সিং-এর পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণ করে প্রতি বছর ১২-ই মে পালিত হয় ”ইন্টারন্যাশনাল নার্সেস ডে”।

কন্যাশ্রীর টাকা ঢুকলো মাছ ব্যবসাীর একাউন্টে

চিকিত্সা ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা সবাইকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন বলেন, তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য কঠিন রোগ থেকে মুক্তি পান সকলে। তাঁদের সেবা অসুস্থকে সুস্থ করে তোলে।বিশেষ করে অতিমারীর সময় মানুষের জীবন রক্ষায় তাদের অসামান্য আত্মত্যাগের দৃষ্টান্ত মানব জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *