আজ বৃহস্পতিবার দেশের জন্য সুখবর বয়ে নিয়ে আসলো ভারতীয় মহিলা তিরন্দাজরা। দেশকে সোনার পদক এনে দিলেন ভারতের মেয়েরা। ফাইনালে চাইনিজ তাইপেইকে হারিয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর। বৃহস্পতিবার ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান ভারতের সোনার মেয়েরা। তৃতীয় সেট আবার ৬০-৫৯ ব্যবধানে জিতে নেয় চাইনিজ তাইপেই। ফলে চতুর্থ তথা শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট হয় ১৭১। তবে শেষ সেটে জিতে এবারের এশিয়ান গেমসে ১৯তম পদক এনে দিলেন মহিলা কম্পাউন্ড তিরন্দাজেরা।