নিউজডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ইতি মধ্যেই ভাইরাল খলিস্তানি জঙ্গি পান্নুনর ভিডিও। যেখানে তাকে বলতে শোনা যায়, উড়িয়ে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার বিমান। আগামী ১৯ শে নণেম্বর থেকে বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে দেওয়া হবে না।’,‘আমরা যেটা করব, সেটা হল যে আমরা ভারতের মেরুদণ্ড ভেঙে দেব। ভারতকে ভেঙে ফেলতে হবে আমাদের। সেটার জন্য প্রথমেই আমাদের অর্থনৈতিক দিক থেকে ভারতকে ধ্বংস করতে হবে। আমরা সকল শিখ সম্প্রদায়ের মানুষের কাছে আর্জি জানাচ্ছি যে তাঁরা যেন এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠেন। ১৯ নভেম্বর থেকে বিশ্বজুড়ে অবরোধ হবে।’

নাগর নদী থেকে উদ্ধার গলা কাটা মৃত দেহ

উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পর থেকে ভারতকে একাধিকবার হুমকি দিয়েছেন পান্নুন। কখনও কানাডায় বসবাসকারী ভারতীয় হিন্দুদের হুমকি দিয়েছে, কখনও ভারতের একদিনের বিশ্বকাপ নিয়ে হুমকি দিয়েছে। এবার এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ের দেওয়ার হুমকি দিল খলিস্তানি জঙ্গি। তবে এখনো ভারত সরকারের পক্ষ থেকে এবিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয় নি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *