নিউজডেস্ক: করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থীরা ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এদিন ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েত ১ জন ও মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ৩ জন নির্দল প্রার্থীরা ফের তৃণমূলে যোগদান করেন। মোট ৪ জন নির্দল প্রার্থীরা ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
কিছুদিন ধরে তৃণমূলের সভা গুলি থেকে দলের নেতৃত্বরা নির্দলদের দলে ফিরে আসার জন্য অনুরোধ করা হয়। তাদের বলা হয়ে ছিল নির্বাচনের আগে তৃণমূলে ফিরে না আসলে তাদের দলে নেওয়া হবে না এমনটা করা হুঁশিয়ারি ও দেওয়া হয়েছিল। সেই মতো নির্বাচনের আগেই ফের তৃণমূলে যোগদান করল ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সমর্থিত নির্দল প্রার্থীরা। যোগদানকারী দের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন।
যোগদানকারী জানিয়েছেন, দলের কিছু ভুল বোঝাবুঝির জন্য তারা নির্দল হয়ে দাঁড়িয়ে ছিলেন। এবং তারা আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবং নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করবেন বলে যোগদানকারী জানিয়েছেন।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।