নিউজডেস্ক: করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থীরা ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এদিন ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েত ১ জন ও মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ৩ জন নির্দল প্রার্থীরা ফের তৃণমূলে যোগদান করেন। মোট ৪ জন নির্দল প্রার্থীরা ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
কিছুদিন ধরে তৃণমূলের সভা গুলি থেকে দলের নেতৃত্বরা নির্দলদের দলে ফিরে আসার জন্য অনুরোধ করা হয়। তাদের বলা হয়ে ছিল নির্বাচনের আগে তৃণমূলে ফিরে না আসলে তাদের দলে নেওয়া হবে না এমনটা করা হুঁশিয়ারি ও দেওয়া হয়েছিল। সেই মতো নির্বাচনের আগেই ফের তৃণমূলে যোগদান করল ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সমর্থিত নির্দল প্রার্থীরা। যোগদানকারী দের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন।
যোগদানকারী জানিয়েছেন, দলের কিছু ভুল বোঝাবুঝির জন্য তারা নির্দল হয়ে দাঁড়িয়ে ছিলেন। এবং তারা আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবং নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করবেন বলে যোগদানকারী জানিয়েছেন।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
