স্বর্ণা দাস
দেশ কোনো সচিত্র ভূমি নয়। হাত মেশিনে সেলাই করা রোদ্দুর বুনতে বুনতে মৌটুসি থেকে মহুরী নিজের নিজের কল্পনায় তাকে গড়ে নিতে হয়। অখন্ড ভূমির কল্পনার সাথে জন্মান্তরবাদ মিশিয়ে দিলে যে ভক্তির জন্ম হয় তাকেও দেশ বলে না। প্রকৃত প্রস্তাবে অবয়বহীন অমিত্বের থেকে বিশ্ববোধ আর দুফোটা স্বদেশ পরিচয় থাকা অবধি দেশ নিয়ে চলে মুজরো। বিক্রিত বোধের এক একটি উপমা কুড়িয়ে নিয়ে সীমানা আঁকছে শিশু, বিনিময় হয় শস্য, ফসল রাখি তাতে, সম্মোহন মিলিয়ে দিই, যতটুকু রঙের পর মিলিয়ে যাবে রক্ত মায়াবিথি আজন্ম ধানের গন্ধে, সেখানেই স্বাধীকার, সত্য ও সুপাচ্য নদী..