রাস্তার কাজ সম্পূর্ণ না করে কাজ ছেরে পালিয়ে গেছে ঠিকাদার। এতে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দা। দ্রুত রাস্তা কাজ সম্পূর্ণ করার দাবিতে সরব এলাকার বাসিন্দারা। এ ছবি গোয়ালপোখরের ১ নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার। জানা গিয়েছে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া থেকে তিস্তা ক্যানেল পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা ছিলো। সেই রাস্তা তৈরি জন্য দাবি তুলেছিলেন এলাকার বাসিন্দারা। প্রায় ৬ মাস আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পেপার ব্লক রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক চলছিল। প্রায় ১ মাস আগে কাজ সম্পূর্ণ না করে হঠাৎ ঠিকাদার কাজ ছেড়ে চলে যায় বলে অভিযোগ এলাকাবাসীর। এতে বিপাকে পড়েছেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানিয়েছেন রাস্তার দুই দিক থেকে রাস্তার শুরু করে ঠিকাদার সংস্থা। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ গ্রামের মাঝখানে প্রায় ৫০০ মিটার রাস্তার কাজ সম্পূর্ণ না করে কাজ ছেড়ে চলে যায় ঠিকাদার বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ আলাউদ্দিন। তিনি জানিয়েছেন, ঠিকাদার কোনো সমস্যার কথা না জানিয়ে হঠাৎ এই ভাবে কাজ ছেড়ে চলে গেছেন কেন তা জানা নেই। তবে রাস্তা কাজ সম্পূর্ণ না হওয়ায় কি করে ঠিকাদার চলে যায় তিনি কিছুই বুঝতে পারছেন না। বিষয়টি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির নজরে নিয়ে আসছেন বলে জানান এবং ঠিকাদারের সাথে যোগাযোগ করে রাস্তার কাজ দ্রুত চালু করার আশ্বাস দেন তিনি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *