সিকিমের সিংটমে হরপা বানে সব স্বপ্ন শেষ চোপড়ার কিছু যুবকের। ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সরকার ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কাছে সাহায্যের আবেদন। জানা গিয়েছে চোপড়া থানার পশ্চিম কালিকাপুর এলাকার বেশ কয়েকজন শ্রমিক সিকিমের সিংটমে নিজেদের একটি গ্যারেজ ছিল। সেই গ্যারেজে প্রায় ১২ টি গাড়ি ছিল। সোমবার গভীর রাতে হঠাৎ বান আসে। সেই বানে কোনো রকম প্রাণে বাঁচলেও তাদের সমস্ত কিছু শেষ হয়ে যায়। জলের স্রোতে ভেসে যায় তাদের গ্যারেজে থাকা গাড়ি গুলো। গোটা গ্যারেজে ২০ ফিট নিচে ঢাকা পড়ে গিয়েছে। এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না তারা। এখন তাঁরা রাজ্য সরকার ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কাছে সাহায্যের আবেদন করছেন।