বেআইনি মাদকের বার বাড়ন্ত রুখতে পুলিশ প্রশাসনের দারস্ত গ্রামের মহিলারা। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার সময় সদর চোপড়ার রবীন্দ্রনগর কলোনির মহিলারা বেআইনি মাদকের দৌরাত্ত্ব রুখতে চোপড়া পুলিশ প্রশাসনের কাছে একটি গণ স্মারকলিপি তুলে দেয়। এ বিষয়ে গ্রামের মহিলারা বলেন চোপড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রাগ, গাজা, ফেনসিডিল, চলাই মদ সহ নেশার আঁকড়া হয়ে উঠেছে।দেধারে বিকোচ্ছে বেআইনি মাদক।নেশায় আসক্ত যুবসমাজ। চড়া দামের ড্রাগ কিনতে টাকার অভাবে বাড়ছে চুরি। অভিযোগকারীদের বাড়িতেই রয়েছে এমন অনেকেই যারা নেশায় আসক্ত।অতিষ্ঠ হয়ে পরিবারের মহিলারা সহ গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন অনেকই এগিয়ে এসে আজ চোপড়া পুলিশ প্রশাসনের দারস্ত হয়ে বেআইনি মাদক বিক্রি ও আসক্তো যুবসমাজের উৎপাত রুখতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।