এবার রাতের অন্ধকারে দেড় বিঘা চা বাগানে রাউন্ডট্রফ দিয়ে বাগান নষ্ট করে ফেলার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লালবাজার এলাকার কাচনাডাঙ্গি গ্রাম এলাকায় । বাগানের মালিক বিপিন কুমার সরকার জানিয়েছেন, রাতের অন্ধকারে কে বা কারা তার চা বাগান নষ্ট করে ফেলার চেষ্টা করেছেন।যার ফলে বাগানের ক্ষতি হয়েছে এমনকি আদৌ গাছ টিকবে কিনা সেই সংশয়ে রয়েছেন বিপিন । তবে ব্যাপারটিকে চোপড়া থানার দাসপাড়া আউটপোস্টে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অন্য দিকে বিশিষ্ট সমাজ সেবক ও তৃণমূলের কিষান নেতা সংকর বৈধ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান করেছেন ও দুষ্কৃতীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেছেন।