নিউজডেস্ক: চোপড়া ব্লকের দাসপাড়া ও মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের যোগাযোগকারী পাকা রাস্তা খুঁজালু গছ ডাউক নদীর ব্রিজের অবস্থা সংকট জনক। যে কোনো মুহুর্তে ঘটতে পারে বড়োসড়ো দুর্ঘটনা। সেতুর কংক্রিট উঠে গিয়ে বেরিয়ে গেছে রড, সেতুর উপরে সৃষ্টি হয়েছে গর্ত।তাতে জমে আছে জল । ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে চলছে পারাপার। মাঝে মধ্যেই উল্টে যাচ্ছে টোটো সহ অন্যান্য ছোট যানবাহন।
এমন অবস্থায় গুরত্বপূর্ন এই সেতুটির শীঘ্রই মেরামতের দাবি তুলেছে এলাকার মানুষের। উল্লেখ্য ৯০ এর দশকের শুরুতে তিস্তা প্রজেক্টের উদ্যোগে খুজালু গছ ঘাটে ডাউক নদীর উপরে এই পাকা সেতুটি তৈরি করা হয়। এই সেতু তৈরি হওয়াতে দাসপাড়া ঘির্নীগাও অঞ্চলের মানুষ সোজা পথে কাঁচাকালী হয়ে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যাতায়াত ব্যবস্থা সুগম হয় । এছাড়াও কাচাকালি ও দাসপাড়া বাজারের সবজি থেকে বিভিন্ন ব্যবসায়ীর মাল পরিবহনে সুবিধা হয়েছে। কিন্তু কয়েক বছর ধরে ওই পাকা সেতুর কংক্রিট উঠে গিয়ে রড বেরিয়ে গিয়ে কঙ্কাল দশায় পরিণত হয়েছে । তাই ঝুঁকি নিয়ে চলাচল করছে বাইক টোটো ভ্যান পিকআপ সহ অন্যান্য যানবাহন। এমতাবস্থায় এলাকার মানুষ তিস্তা প্রজেক্টে দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন সেতু মেরামতের জন্য। এব্যাপারে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত উপ প্রধান নরেশ চন্দ্র সিংহ কে জানালে তিনি বলেন,ওই সেতুর বিষয়টি তিনি জানেন,কারণ তার বাড়ি ওই সেতুর নিকটবর্তী গ্রামে। এলাকার মানুষের স্বার্থে বিষয়টি তিনি পঞ্চায়েতে আলোচনা করে তিস্তা প্রজেক্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে মেরামতের উদ্যোগ নেবেন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *