বিজেপি নেতার বক্তব্য ভাইরাল
বিজেপি যদি ভালো না লাগে তাহলে কংগ্রেসকে ভোট দিন মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে ফেসবুকে লাইভে আবেদন বিজেপি নেতার। আর সেই বিজেপির নেতার ফেসবুক লাইভ ভাইরাল। পাল্টা তৃণমূলের দাবি বিজেপি ও কংগ্রেসের মধ্যে সাটঘাট রয়েছে এটা প্রমাণ।
‘বিজেপিকে পছন্দ না হলে কংগ্রেসকে ভোট দিন’ গোয়ালপোখরে ভাইরাল বক্তব্য
জানা গিয়েছে গোয়ালপোখর বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য মাইনোরটি সম্পাদক গোলাম সারওয়ার এই ফেসবুক লাইভে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর এই লোকসভা কেন্দ্রে গোয়ালপোখর চাকুলিয়া ও ইসলামপুর এই তিনটি বিধানসভায় মাইনোরটি ভোটের সংখ্যা বেশি রয়েছে। আর এই মাইনোরটি ভোট পাওয়ার জন্য এলাকা চুষে প্রচার করছেন এই তিন প্রার্থী।
বিজেপি প্রার্থী কার্তিক পালে প্রচারে বিজেপি নেতার ভাইরাল বক্তব্য
প্রচারে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পালের সামনে কংগ্রেস কে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন রাজ্য বিজেপির মাইনোরটি সম্পাদক গোলাম সারওয়ার। অন্যদিকে দলীয় প্রার্থীর পাশাপাশি ফেসবুক লাইভেও কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন তিনি। আর এই ফেসবুক লাইভ এখন রিতি মতো ভাইরাল। তিনি আরও বলেন, কংগ্রেস ভোট কাটা পার্টি নন। কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি।
তৃনমূল বলছে বিজেপি ও কংগ্রেসর সাটঘাট রয়েছে
অন্যদিকে গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির দাবি বিজেপি ও কংগ্রেসের মধ্যে সাটঘাট রয়েছে এটা প্রমাণ হয়ে গেল।
বিজেপি সহ সভাপতি সুরজিৎ সেনের সাফাই
অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেনের সাফাই তৃণমূলকে রুখতে গেলে তাই বিজেপিকে ভোট না দিলে বিরোধী কে ভোটটা দিতে বলেছে বলে সাফাই দেন তিনি। এবং এখানে বিজেপির সাথে সাটঘাট নয় এখানে তৃণমূল, কংগ্রেস, বামফ্রন্টের মধ্যে সাটঘাট রয়েছে বলে পাল্টা দাবি করে তিনি।