নিউজডেস্ক: গোয়ালপোখরের সিভিক ভলেন্টিয়াররা রাজ্যের শাসকদলের হয়ে কাজ না করলে তার চাকরি কিভাবে করে তা দেখে নেওয়ার হুঁশিয়ার দিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল ।তিনি এদিন গোয়ালপোখোরে একটি সমাবেশের বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোন সিভিক ভলেন্টিয়ার পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের হয়ে কাজে না করলে ৮ তারিখের পরে সে কি করে চাকরি করে তা দেখে নেওয়া হবে।
উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ গোলাম রসুলের বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একজন জনপ্রতিনিধি কিভাবে একজন সরকারি কর্মচারী চাকরি এভাবে হুঁশিয়ার দিতে পারেন তা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন দেখা দিয়েছে ।যদিও মন্ত্রী গোলাম রব্বানী তার ভাইকে সমর্থন করে বলেন যে একজন সরকারি কর্মচারী কে নিরপেক্ষভাবে কাজ করা উচিত ।যদি কোন সিভিক ভলেন্টিয়ার কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করেন তা কখনোই কাম্য নয় ।
বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন ,রাজ্যে কোন প্রকল্প শুরু হলে তা কখনোই বন্ধ হয় না ।সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কবে বা স্থায়ী হলো ।আর এ ধরনের চাকরি কখনো ই কোন নেতা মন্ত্রী খেয়ে নিতে পারেনা আর তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই তারা ভুলভাল বকছে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
