নিউজডেস্ক: গোয়ালপোখরের সিভিক ভলেন্টিয়াররা রাজ্যের শাসকদলের হয়ে কাজ না করলে তার চাকরি কিভাবে করে তা দেখে নেওয়ার হুঁশিয়ার দিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল ।তিনি এদিন গোয়ালপোখোরে একটি সমাবেশের বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোন সিভিক ভলেন্টিয়ার পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের হয়ে কাজে না করলে ৮ তারিখের পরে সে কি করে চাকরি করে তা দেখে নেওয়া হবে।
উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ গোলাম রসুলের বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একজন জনপ্রতিনিধি কিভাবে একজন সরকারি কর্মচারী চাকরি এভাবে হুঁশিয়ার দিতে পারেন তা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন দেখা দিয়েছে ।যদিও মন্ত্রী গোলাম রব্বানী তার ভাইকে সমর্থন করে বলেন যে একজন সরকারি কর্মচারী কে নিরপেক্ষভাবে কাজ করা উচিত ।যদি কোন সিভিক ভলেন্টিয়ার কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করেন তা কখনোই কাম্য নয় ।
বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন ,রাজ্যে কোন প্রকল্প শুরু হলে তা কখনোই বন্ধ হয় না ।সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কবে বা স্থায়ী হলো ।আর এ ধরনের চাকরি কখনো ই কোন নেতা মন্ত্রী খেয়ে নিতে পারেনা আর তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই তারা ভুলভাল বকছে।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।