বাড়ির পিছনে পাট খেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন বলে পুলিশের অনুমান। ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে পুলিশ।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভরতগছ এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আনোয়ার। বাড়ি চোপড়ার ভরতগছ এলাকায়।
জানা গিয়েছে শনিবার রাতে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আনোয়ার। এরপর পরিবারের লোকজনেরা ভরত কে অনেক খোঁজাখুঁজির পর রাতে আর পায়নি। রবিবার সকালে বাড়ির পিছনে পাট খেত থেকে আনোয়ারের গলার নলি কাঁটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।