গত প্রায় পাঁচ বছর ধরে স্বামী সংসারের খরচ দেয়না। তারপর নানা কারণ স্বামীর অত্যাচার।হামেশাই মারধর করা হয় স্ত্রীকে, এমনটাই অভিযোগ। স্ত্রীর দাবি, স্বামীর পরকীয়া প্রসঙ্গে কথা বললেই জোটে মারধর। সংসারের খরচ চাইলেও জোটে মার।
তবে এবার ঘুষি মেরে বাম চোখ জখম করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।
মালদহের চাঁচল থানার চন্ডীগাছি গ্রামের ঘটনা।অভিযোগ,তিন সন্তান থাকলেও স্বামী পরেশ দাস পাঁচ বছর ধরে সংসারে খরচ দেয়না।

গ্রামেই পরকিয়ায় সম্পর্ক রয়েছে বলে দাবি।তার জেরেই সংসারে খরচ না দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
এদিন পরকিয়ায় প্রতিবাদ করায় পরেশ স্ত্রীকে মারধর শুরে করে।চুলের মুঠি ধরে মাটিতে ফেলে চর,কিল ও ঘুষি মেরে চোখে আঘাত করে।পাশপাশি শ্বাসরোধ করে রাখা হয় বলে অভিযোগ।
দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার শনিবার চাঁচল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন স্ত্রী।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

2 thought on “Chanchal|পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে মারার চেষ্টা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *