গত প্রায় পাঁচ বছর ধরে স্বামী সংসারের খরচ দেয়না। তারপর নানা কারণ স্বামীর অত্যাচার।হামেশাই মারধর করা হয় স্ত্রীকে, এমনটাই অভিযোগ। স্ত্রীর দাবি, স্বামীর পরকীয়া প্রসঙ্গে কথা বললেই জোটে মারধর। সংসারের খরচ চাইলেও জোটে মার।
তবে এবার ঘুষি মেরে বাম চোখ জখম করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।
মালদহের চাঁচল থানার চন্ডীগাছি গ্রামের ঘটনা।অভিযোগ,তিন সন্তান থাকলেও স্বামী পরেশ দাস পাঁচ বছর ধরে সংসারে খরচ দেয়না।
গ্রামেই পরকিয়ায় সম্পর্ক রয়েছে বলে দাবি।তার জেরেই সংসারে খরচ না দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
এদিন পরকিয়ায় প্রতিবাদ করায় পরেশ স্ত্রীকে মারধর শুরে করে।চুলের মুঠি ধরে মাটিতে ফেলে চর,কিল ও ঘুষি মেরে চোখে আঘাত করে।পাশপাশি শ্বাসরোধ করে রাখা হয় বলে অভিযোগ।
দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার শনিবার চাঁচল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন স্ত্রী।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।
Greetings! Very useful advice in this particular article! Its the little changes that will make the biggest changes. Thanks for sharing!
Excellent blog post. I certainly love this website. Keep it up!