নিউজডেস্কঃ আজ কংগ্রেসের পক্ষ থেকে উওর দিনাজপুর জেলার করণদিঘী(karandighi) বিধানসভার (Assembly) অন্তর্গত মাংনাভিটা বিদ্যালয়ের মাঠে কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের কংগ্রেসের যোগদান সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসে নেতা আলি ইমরান রমজ ভিক্টর। কংগ্রেস নেতা আলি ইমরান রমজ ভিক্টর হাতে পতাকা ধরে শতাধিক তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করে আজ। কংগ্রেস নেতা ভিক্টর বলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সরকার। তৃণমূলে আর কেউ থাকবে না করণদিঘীতে। কংগ্রেস নেতা ভিক্টর বলেন, আমাদের টাকা চুরি করে আমাদেরই ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা উপর থেকে নিচ চোরে ভর্তি। ঐ দলে আর কেউ থাকবে না।

প্রসঙ্গত, আজ করনদিঘীতে ১৩ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি কর্মী সভা হয়। যেখানে প্রতিটি পঞ্চায়েতের দায়িত্ব প্রাপ্ত প্রেসিডেন্টদের হাতে এপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হয়। সাথে যোগদান পর্বও চলে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *