গোপনীয় ভাবে চা বাগানের জমি বিক্রি হয়ে যাচ্ছে এই নিয়ে দুশ্চিন্তায় বাগানের শ্রমিকরা। এইদিন ভদ্রকালী চা বাগানের শ্রমিকরা জানান ভোলা স্বর্ণকার নামে এক ব্যক্তি বহুদিন আগে তার জমি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। কোম্পানি জমির রেকর্ড না করায়। ভোলা স্বর্ণকার নামে ওই জমির রেকর্ড এখনো আছে। ভোলা আবারো ওই জমি অন্যজনের নামে দেওয়ার চেষ্টা করতেছে। এই নিয়ে সমস্ত শ্রমিকরা আজ বাগানের সামনে গেট মিটিং করি। এবং ক্ষোভ উখড়ে দেন তার বিরুদ্ধে। একই জমি বারবার বিক্রি করা নিয়ে। এমনকি তারা ইসলামপুর বি,এল, আর, ও, ইসলামপুর পুলিশ ও রামগঞ্জ পুলিশ কেউ জানাবে বলে জানিয়েছেন। এ নিয়ে ভদ্রকালী চা বাগানে শোরগোল ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে জমির পুরনো মালিক ভোলা স্বর্ণকার জানান, আমার বাবার জমি ৪০ বছর আগে আমরা সেখানেই ছিলাম আমাদের উপরে অত্যাচার হওয়ার পর। আমরা সেখান থেকে চলে আসি ঠাকুরনগর কলোনিতে। বর্তমানে আমাদের জমিগুলো এখনো রয়েছে আমরা সেই জমিগুলো বিক্রি করতে যাচ্ছি, অথচ সেখানকার লোকজন আমাদের বাধা দিচ্ছে আমাদের জমি আমাদেরকে বিক্রি করতে দিচ্ছে না। তিনি আরো জানান কোম্পানির কাছে আমাদের জমি লিজ দেওয়া হয়েছিল এখন কোম্পানিও সেই জমির ছাড়ছেনা । আমি গরিব মানুষ সরকারের কাছে আমি সাহায্য চাইছি যাতে আমার জমি আমি ফিরিয়ে পাই। আমি গরিব ও অর্থহীন আমি কোন কেস মামলায় বা কোর্টে যেতে পারছি না টাকার অভাবে। আমি সরকারের কাছে বিনীত হাতজোড় করে বলছি যাতে আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়।