নিউজডেস্ক: তৃনমূল রাজ্যে ক্ষমতায় আসার পর যে জনপ্রিয় ও জনকল্যাণমুখী প্রকল্পগুলি শুরু করে তার মধ্যে অন্যতমল কন্যাশ্রী প্রকল্প। মেয়েদের উচ্চশিক্ষার অর্জন করতে শুরু হয় কন্যাশ্রী প্রকল্প। কিন্তু কথা হল কন্যাশ্রী প্রকল্পের আওতায় কোন ক্লাসে কত টাকা পায় বাংলার ছাত্রীরা?
কন্যাশ্রী K1, K2 তে কত টাকা পায় ছাত্রীরা
কন্যাশ্রী প্রকল্প কে বয়স ও শ্রেণি অনুযায়ী তিনভাগে ভাগ করা হয়েছে। কন্যাশ্রী K1 প্রকল্পে রাজ্যের ১৩ থেকে ১৮ বছর বয়সী অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রীদের প্রত্যেক মাসে ৭৫০ টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। কন্যাশ্রী K2 প্রকল্পে ছাত্রীদের ১৮ বছর পূর্ণ হলে এককালীন ২৫০০০ টাকা ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এক্ষেত্রে পড়ুয়াদের স্নাতক কোর্সে ভর্তি হতে হয়।
কন্যাশ্রী K3 প্রকল্পে কত টাকা পায় ছাত্রীরা?
অন্যদিকে ৪৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হয়ে ছাত্রীরা স্নাতকোত্তরে ভর্তি হলে প্রথম বর্ষে কন্যাশ্রী কে K3 প্রকল্পে কলা ও বাণিজ্য বিভাগে প্রতি মাসে ২০০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের ছাত্রীদের প্রত্যেক মাসে ২,৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। যোগ্য ছাত্রীরা সমগ্র কোর্স চলাকালীন রিন্যুয়াল এর মাধ্যমে পরবর্তী বছরগুলোতে নির্দিষ্ট পরিমাণ বৃত্তি পেয়ে থাকে।