নিউজডেস্কঃ ছোটো বাচ্চা পাট কাঠি নিয়ে খেলতে গিয়ে তা ভেঙে ফেলে। তা ঘিরেই তৈরি হয় বিশাল বিবাদ।ছোটো শিশু খেলার ছলে তার এক ঠাকুমার বেড়ার পাটকাঠি ভেঙে ফেলে। যার জেরে প্রাণ যায় ঐ শিশুর মায়ের।অভিযোগ, বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে শিশুর মাকে খুন করে ঐ গৃহবধূরই কাকী শাশুড়ির । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার কুশমায় এলাকায়। ঐ শিশুর মায়ের খুনের অভিযোগে মৃতার কাকি শাশুড়ীর বিরুদ্ধে চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত গৃহবধূর পরিবার।
স্থানীয় সূত্রে খবর
ঐ গৃহবধূর নাম বন্দনা নুনিয়া। বয়স ২৪ বছর।বাড়ি চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের কুষমাই এলাকায়। স্থানীয় সূত্রে খবর,সোমবার দুপুরে মৃত গৃহবধূর ছোট্ট শিশুবাড়ির পাশে পাট কাঠি নিয়ে খেলছিল। তখন শিশুটি তার এক ঠাকুমার বেড়ার পাটকাঠি ভেঙে ফেলে। তখন বন্দনা নুনিয়ার কাকি শাশুড়ি তাকে অকথ্য ভাসায় গালাগালি করে।শুরু হয় মারপিট। তারপরে মৃতার কাকি শাশুড়ি তাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায় ও তাকে বাড়ির বারান্দায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকেরা। তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনদিন তার চিকিৎসা হয় ও অবশেষে আজ তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছায় চাচলে ১ নং ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চাঁচোল থানার পুলিশ।
মৃতার পরিবারের অভিযোগ
মেয়ের মৃত্যু খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বন্দনার মা টুকুন মুনিয়া।তিনি অভিযোগ করেন , আজ থেকে ৬ বছর আগে মেয়ের বিয়ে হয়। মেয়ের তিন বছরের একটি পুত্র এবং দু মাসের একটি কন্যা সন্তান রয়েছে।আমার নাতি পাটকাঠি নিয়ে খেলছিল। কয়েকটা পাট কাঠির জন্য আমার মেয়েকে খুন হতে হলো। আমার মেয়েকে খুন করেছে ওর কাকি শাশুড়ি অর্চনা নুনিয়া।আমার নাতি নাতনি গুলো মা হারা হয়ে গেলো। আমি খুনির উপযুক্ত শাস্তি চাই।