পুরোনো জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির হোটেল ও বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোর রোড পাড়া এলাকায়। জানা গিয়েছে সুশীল সাহা নামে এক ব্যক্তির সাথে বিপ্লব সরকার নামে হোটেল ব্যবসায়ীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে হোটেলে একটি ঝামেলা সৃষ্টি হয়। অভিযোগ সুশীল সাহার লোকজন বৃহস্পতিবার সকালে বিপ্লব সরকার নামে ওই ব্যবসায়ীর হোটেল ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অন্যদিকে এ বিষয়ে সুশীল সাহা কে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং তারা সাথে কোনো জমি বিবাদ নেই। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি।