শুক্রবার চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কাঠালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জানা গিয়েছে, এদিন দুপুরে বশিরুল নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান তারা । স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে একটি রান্নাঘর ও একটি শোয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে । এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও, বশিরুলের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *