১৯ মাসের বকেয়া বেতনের  দাবিতে বিক্ষোভ দেখালেন এভিডি -এর চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে বারবার আর্জি জানিয়েও মেলেনি টাকা। 

ঈদের আগে টাকা না পেয়ে বিক্ষোভ দেখালেন  সহ ২৬ জন চুক্তি ভিত্তিক কর্মী। আজ বুধবার মালদহের মালতীপুর গ্রামীণ হাসপাতালের সামনে কিট বক্স নিয়ে এক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

ব্লক স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে,চাঁচল-২ নং ব্লক এলাকার ২৫ টি স্বাস্থ্য ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ,ভ্যাকসিন ও শিশুদের পোলিও সহ যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ করেন কর্মীরা।

কর্মীদের অভিযোগ,নিজের টাকায় টোটো ভাড়া করে ঔষধের বাক্স নিয়ে পৌঁছাতে হয় স্বাস্থ্য কেন্দ্রে।১৯ মাস ধরে বেতন না মিললেও ঘরের টাকা দিয়ে সরকারের কাজে যুক্ত রয়েছেন।সংশ্লিষ্ট দপ্তরে টাকার জন্য আবেদন করলেও কোনো কর্ণপাত করেনা বলে অভিযোগ।কাজ চলে যাওয়ার ভয়ে ১৯ মাস ধরে নিশ্চুপ ছিলেন কর্মীরা।অবশেষে সংসারের খরচ টানতে সমস্যা হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করলেন কর্মীরা।

চাঁচল-২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ রবিউল আলম বলেন,কিছু টাকা বকেয়া রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে কর্মীদের সমস্যার কথা জানিয়েছি।দ্রুত পাওয়া যাবে বকেয়া টাকা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *