সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত সিপিআইএম নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর ক্ষুদিরাম পল্লী ক্ষুদিরাম ভবনে। ওই শিবিরে ১৫ বছরের নীচে শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ৫০ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষদের বিনা মূল্যে ব্লাড প্রেশার ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। ঐ শিবিরে চিকিৎসক হিসেবে ছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ পার্থপ্রতিম ভদ্র ও মেডিসিন বিভাগের চিকিৎসক উজ্জ্বল রায়। ওই শিবের উদ্বোধন করেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুপ্রীতি ঘোষ মজুমদার।
জয়ন্ত দে ইসলামপুর উত্তর এক নম্বর শাখার সদস্য জানান প্রয়াত নেত্রীর স্মৃতির উদ্দেশ্যে আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে দুটো থেকে শুরু হয়েছে যা চারটা অব্দি চলবে। এর মধ্যে যত জন শিশু থাকবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তিনি আরো বলেন ১০০ রোগীর ব্লাড সুগার নির্ণয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা যে ওষুধ দিচ্ছেন যথাসম্ভব সেই ওষুধ বিতরণ করার চেষ্টা করা হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *