সীমান্তবর্তী এলাকায় নাগরিক সেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭২তম ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনী (BSF) এর উদ্যোগে ২৮শে ফেব্রুয়ারি, শুক্রবার খুরকা গ্রামে এক নাগরিক কর্মসূচি ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সীমান্ত রক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, জওয়ান, BAWA সদস্য ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিদ্যালয় ও গ্রামবাসীদের মধ্যে এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, ক্যারাম বোর্ড, জার্সি-প্যান্ট, উইকেট-গ্লাভস, স্টাম্প ইত্যাদি সরবরাহ করা হয়। ছাত্রছাত্রীদের জন্য নোটবুক, পেন্সিল, ইরেজার, বলপেন ইত্যাদি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় গ্রামবাসীদের সুবিধার্থে বিএসএফ ও অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এক স্বাস্থ্য শিবিরও অনুষ্ঠিত হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা সীমান্তবর্তী গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা করেন। পাশাপাশি ক্যাম্পে ওষুধও প্রদান করা হয ও গ্রামবাসীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইশ আউল গ্রামবাসীদের সন্তানদের শিক্ষিত করার আহ্বান জানান, যাতে তারা অপরাধমূলক কার্যকলাপে না জড়িয়ে ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে যেতে পারে।