নিউজডেস্ক : রোজ রোজ সাইবার প্রতারণা বেড়েই চলেছে। আর এই প্রতারণার শিকার হচ্ছে সব চেয়ে বেশি বয়স্ক লোকেরা। প্রতারকরা কখনো আধার লিঙ্ক, কখনো kyc এর নামে সাধারণ মানুষদের জালে নিচ্ছে। এবার সেই জালে পরে লক্ষাধিক টাকা খোয়ালেন বালুরঘাটের একটি হাইস্কুলের প্রধান শিক্ষক। তবে এক্ষেত্রে কিন্তু অন্যভাবে টাকা খোয়ালেন। রঘুনাথপুর বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক স্নেহাশীষ তপস্বী। তিনি বালুরঘাট পোস্ট অফিসের মূল ব্রাঞ্চ থেকে বিকাশ ভবনে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠির বর্তমান অবস্থান দেখতে শুক্রবার গুগলে পোস্ট অফিসের ট্র্যাকিং সাইটের জন্য সার্চ করেন। তখনই একটি ভুয়ো ওয়েবসাইটে তিনি চলে যান। সেখান থেকে তার মোবাইলে একটি লিংক পাঠিয়ে ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করার কথা বলা হয়। তিনি লিংকে গিয়ে অ্যাপ ডাউনলোড করেন। সেখানে তাঁকে বলা হয় চিঠির অবস্থান জানতে পেনাল্টি বাবদ ৫ টাকা পাঠাতে হবে। তার দুটো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকা পাঠানোর চেষ্টা করতেই লক্ষাধিক টাকা গায়েব হয়ে যায়।এরপর শনিবার তিনি বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ‘পেনাল্টি চার্জ হিসেবে পাঁচ টাকা চাওয়া হয়। আমার দুটো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেটা পাঠানোর চেষ্টা করি। পরে চিঠির ব্যাপারে খোঁজ নিলে বলা হয় সেটি পৌঁছে যাবে। ফোন রাখার পরেই একটি অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার ও আরেকটি অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা, আবার দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকায় কেটে নেয় হ্যাকাররা।’ সাইবার ক্রাইম যে ভাবে বেড়ে চলেছে তাতে ভয় লাগছে সাধারণ মানুষের। কখন কি ভাবে কে সেই প্রতারণার শিকার হয়ে যাবে!