নিউজ ডেস্ক : মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ও জেলাপ্রশাসনের ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী ক্রয়বিক্রয়ের উদ্যোগ নিলো গোয়ালপোখর ২ ব্লক প্রশাসন।
উত্তর দিনাজপুর জেলায় প্রথম এসএজি গোয়ালপখোরে।প্রতি বুধবার ব্লক দফতরে এই হাটের আয়োজন করা হবে। উল্লেখ্য এই ব্লকে প্রচুর স্বনির্ভরগোষ্ঠী রয়েছে। যারা নানাধরণের হস্তজাত সামগ্রী তৈরি করেন। কিন্তু উপযুক্ত বাজার বা প্লাটফর্মের অভাবে তাদের উৎপাদিত সামগ্রী বেচাকেনা করতে পারেননা সদস্যারা।
তাদের এই প্রয়াসকে উৎসাহ দিতে এবং ক্রয়বিক্রয়ের সুযোগ করে দিতেই ব্লক দফতরে চত্বরে এই হাটের আয়োজন করা হয়েছে। আনন্দধারা প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বুধবার এই হাটের সুচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুজয় ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম শেখ আব্দুল্লাহ ও শুভঙ্কর কুন্ডু সহ অন্যান্যরা। ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা। সুলভ মূল্যে পাওয়া যায় এই সামগ্রীগুলি।এরফলে তাদের উৎপাদিত সামগ্রী আরো লোকের কাছে পৌছবে বলে আশাবাদী সদস্যারা।