কেন্দ্রীয় জিএসটি সংস্থার তল্লাশি অভিযানে ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় জিএসটির আর্থিক অনিয়মের অভিযোগে এই হানা বলে আধিকারিক সূত্রে জানা গিয়েছে। ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী পবন বাইতির দোকান গুদাম সহ একাধিক জায়গায় দিনভরের পর গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় জিএসটির আধিকারিকরা। এদিকে তল্লাশি অভিযানে আসা কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের সাথে ব্যবসায়ীদের একপ্রস্থ ধাক্কাধাক্কির ঘটনাও ঘটতে দেখা যায়। এদিকে কেন্দ্রীয় জিএসটির আধিকারিকদের হানার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল। এছাড়াও খবর পেয়ে একে একে বিভিন্ন ব্যবসায়ীর পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ফিটোর সভাপতি কানাইয়া লাল বোথরা ঘটনাস্থলে এসে পৌঁছান। যদিও কেউই সংবাদ মাধ্যমের সামনে কিছুই জানাতে রাজী নয়। অন্যদিকে কেন্দ্রীয় জিএসটির আধিকারিকরাও সংবাদিকদের কোনও প্রশ্নের উওর দেননি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *