গুলি চালিয়ে খুন করা হল এক সরকারি কর্মচারীকে। আজ বুধবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের তুলসীপাড়া সংলগ্ন হরিসভা মাঠের লাগোয়া রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কর্মীকে লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলি চালায় দুই বাইক আরোহী। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গুলিবিদ্ধ ওই সরকারি কর্মীকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম দীনেশ সাহা (৫৫)। ওই ব্যক্তি সরকারি বীজ নিগমে গ্রুপ সি পদে কর্মরত। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি গুলির খোল উদ্ধার করেছে। তবে কি কারণে ওই সরকারি কর্মচারীকে পরপর গুলি করে ঝাঁঝরা করা হল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার বলেন, ‘ব্যক্তিগত কোনও রেষারেষির কারণেই এই ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।