নিউজডেস্ক: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের নবান্ন অভিযান যেনো জনসমুদ্রের পরিনত হয়েছে। বকেয়ার দাবিতে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ দিন থেকে সরকারী কর্মচারী ও শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগের বারংবার আইনি লড়াইয়ে কলকাতা হাইকোর্টে মামলা লড়ে জয়ী হওয়া সত্ত্বেও মেলেনি বকেয়া। রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে। অন্যদিকে সরকারি কর্মচারীরাও লড়াই চালিয়ে যাচ্ছে আইনি পথে।
আজ সরকারি কর্মচারীদের বৃহৎ অংশ রাজধানীতে মিছিল করে নবান্নের দিকে এগিয়ে চলেছে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে। এখন দেখার বিষয় সরকার চালাতে যে কর্মচারীরা নিরলস পরিশ্রম করে সরকারি কর্মকান্ডকে সচল রেখেছে সেই কর্মচারীদের অধিকারের বকেয়া মিটিয়ে দিতে সরকার উদ্যোগী হয় কি না?
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।