ডিএ মামলার জিৎ আমাদেরই হবে বললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ এর জেলা সভাপতি অরূপ দাস
রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ এর ১৭ তম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হলো।
এই সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামপুর শহরের সূর্য সেন মঞ্চে।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অরূপ কুমার দাস সম্পাদক সুযশ মুখার্জি সহ ইসলামপুর মহকুমা সম্পাদক আভাস ঠাকুর অন্যান্য নেতৃত্বরা।
সরকারি কর্মচারী এই সংগঠন কংগ্রেস প্রভাবিত । সংগঠনের জেলা নেতৃত্ব অরূপ দাস বলেন সরকারি কর্মচারীদের কর্ম ক্ষেত্রে যেসব অসুবিধা আছে তা নিয়ে আলোচনা হবে। তিনি আরো বলেন ডিএ নিয়ে আমরা বিভিন্ন কোর্টে আবেদন করেছি এবং লড়াই করছি। তিনি বলেন জয় আমাদেরই হবে।