নিউজডেস্ক: পুজোর আগে ছিচকে চোরেদের জ্বালায় অতিষ্ঠ ইসলামপুরের বাসিন্দারা। অন্য দিকে শোয়ার ঘরের জানালা ভেঙে নগদ সহ মূল্যবান অলংকার মিলে প্রায় ৯ লক্ষ টাকার সামগ্রি দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহরে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার পন্ডিত পোতা ২ নং গ্রাম পঞ্চায়েতের সুভাষ নগর কলোনীর গ্রাম পঞ্চায়েত সদস্য ভবেশ বিশ্বাসের বাড়িতে।
সূত্রে খবর, অন্য দিনের মতো এদিনও পরিবারের অধিকাংশ সদস্য প্রচন্ড গরম থাকায় বারান্দায় ঘুমিয়ে ছিলেন এবং পরিবারের এক গৃহবধূ শুয়ে ছিলেন ঘরে। ওই রাতে জানালা কেটে দুষ্কৃতীরা ঘরে ঢোকে। আলমারি থেকে প্রায় ছয় লক্ষ টাকার সোনার গহনা এবং প্রায় তিন লক্ষ টাকা নগদ চুরি করে। এমনকি ঘরে ঘুমানো গৃহবধুর গলার সোনার চেন পর্যন্ত খুলে নেয়। মঙ্গলবার সকালে বিষয়টি বাড়ির সবার নজরে আসে। ভবেশ বাবু জানান, এত বড় ঘটনা ঘটে গেল আমরা বুঝতেই পারিনি। সকালবেলা সবার যখন ঘুম ভাঙ্গে তখন দেখতে পাই ঘর তছনছ হয়ে গেছে এবং আমাকে পথে বসিয়ে দিয়ে গেছে দুষ্কৃতীরা।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের ধরতে আমরা চেষ্টা করছি।