সোনা-রুপোর দামের বিরাট বদল হচ্ছে । গতকাল শুক্রবার  অক্ষয় তৃতীয়ার দিনে  দুবার বেড়েছিল সোনার দাম। আজও রেহাই নেই। গতকাল বিকেলের থেকেও সপ্তাহান্তে আজ শনিবারের বাজারে বেড়ে গেল সোনার দাম। 

সপ্তাহান্তে কত হল সোনার দাম

গতকাল অর্থাৎ শুক্রবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার বেড়ে গ্রাম প্রতি হয়েছে ৭২৫৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট  গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৭০১১ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম লক্ষ্মীবারের বাজারে হয়েছে ৫৭৭৭ টাকা। তবে আজ কমেছে রুপোর দাম। এদিন রুপোর দাম প্রতি কেজিতে ৮৩ হাজার ৯৩৪ টাকা। 

আজকের সোনার দাম :

২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭২৫৮ ২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭০১১

২২ ক্যারেট (বেঁচতে গেলে) ১ গ্রাম৬৬০৫

১৮ ক্যারেট ১ গ্রাম৫৭৭৭

রুপো (৯৯৯)১ কেজি৮৩,৯৩৪

এই সকল দামের সাথে GST যুক্ত হয়ে দাম স্থির হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *