নিউজডেস্ক:
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা এলাকায় ভোটার তালিকা থেকে প্রায় শতাধিক প্রকৃত ভোটারের নাম উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। SIR (Statewide Integrated Revision) কার্যকর হওয়ার আগেই এমন ঘটনা প্রকাশ্যে আসায় আতঙ্কিত সাধারণ মানুষ।
তৃণমূল কংগ্রেসের দাবি, প্রকৃত ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোয়ালপোখর ব্লকের বাসিন্দারা। জেলা পরিষদের সহ-সভাধিপতি ও তৃণমূল নেতা গোলাম রুসুল জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি ব্লকের বিডিও-র নজরে আনা হয়েছে এবং বাদ পড়া নামগুলো নতুন করে সংযোজনের জন্য নির্বাচন দফতরে আবেদন জানানো হয়েছে। তবে নাম সংযোজন না হলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে, বিজেপির অভিযোগ— তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটারদের ভয় দেখিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। বিজেপির দাবি, “ভোটার তালিকা সংশোধন করেছে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
এদিকে, SIR কার্যকর না হলেও নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। ব্লকে তৃণমূল কংগ্রেসের নিয়োগ করা BLO-২ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের কাজ শুরু করেছেন। সেই সময়ই প্রকাশ্যে আসে এই বিপুলসংখ্যক নাম বাদ পড়ার ঘটনা, যা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোয়ালপোখরের রাজনৈতিক মহল।