নিউজডেস্ক:
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ঝাড়বড়ি এলাকায় শনিবার বিকেলে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদেহ বাড়ি পৌঁছে ফেরার পথে অ্যাম্বুলেন্স নয়নজলিতে পড়ে মৃত্যু হয় দুই যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখরের বাশবাড়ি এলাকায় ছেলের হাতে খুন হয় জামিল আকতার নামে এক ব্যক্তি। শনিবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সে করে মৃতদেহটি বাড়ি পৌঁছে দেওয়া হয়। মৃতদেহ পৌঁছে দিয়ে অ্যাম্বুলেন্সটি ফের ইসলামপুরের উদ্দেশে ফিরছিল। ফেরার পথে ঝাড়বড়ি এলাকায় একটি বাইককে ধাক্কা মেরে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বাইক আরোহী দুই যুবককে উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই যুবকের নাম নব পাল ও উৎপল পাল। তাঁদের বাড়ি ঝাড়বড়ির লাড়ুখোয়া এলাকায়।
ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।