হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হলো ইসলামপুর শহরের শিব মন্দির রোড এলাকার রাধা গোবিন্দ মন্দিরে।
গীতা পাঠ উপলক্ষে সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন মন্দির প্রাঙ্গনে।
আজ সকাল থেকে এই গীতা পাঠ শুরু হয় অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ। সুদেব নন্দী রাধাগোবিন্দ মন্দির এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক বলেন হাজার কণ্ঠে গীতা পাঠ সহ শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করা হয়েছে ।
তিনি আরো বলেন জনকল্যাণ বিশ্ব শান্তি সহ বাংলাদেশের শান্তি রক্ষার্থে এই গীতা পাঠ ও পদযাত্রা করা হচ্ছে।
কল্পনা সিনহা বলেন, এর আগে অনেক জায়গায় এরকম গীতা পাঠ হয়েছে তবে ইসলামপুর শহরে এই প্রথম। তবে এতে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। এই গীতা পাঠের মাধ্যম দিয়েই বিশ্বের শান্তি ও জনকল্যাণের শান্তির কামনা করি ও বাংলাদেশের শান্তির কামনা করি।
