তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের চা বাগান হাতানোর অভিযোগ উঠল তৃণমূলেরেই পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর বিরুদ্ধে। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েত সদস্যের। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকার।

জানা গিয়েছে ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মহম্মদ মহসিন আলম।গুঞ্জেরিয়া এলাকায় তার চা বাগান রয়েছে। সেই চা বাগানের প্রায় ১ একর ৮৮ ডেসমিল জমি জাল নথি বানিয়ে রেকড করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী জিশান আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনার বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনের দারস্থ হন পঞ্চায়েত সদস্য মহম্মদ মহসিন আলম। এবং ইসলামপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মিসকেস করা হয়েছে।

তৃণমূল পঞ্চায়েত সদস্য মহম্মদ মহসিন আলম জানিয়েছেন বহু বছর থেকে সেই জমি তার বাবার নামে ছিল। এরপর সেই জমিতে অনেক কষ্ট করে চা বাগান তৈরি করেছি। জমি কাগজ পত্র সব ঠিক থাকা সত্যে ও স্হানীয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী জিশান আহমেদ জাল নথিপত্র বানিয়ে চা বাগানের প্রায় ১ একর ৮৮ ডিসমিল জমি তার পরিবারের নামে করে নিয়েছে। এবং সেই জমি দখল করার জন্য দুষ্কৃতী দিয়ে প্রাণহানির হুমকি ও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে তিনি আতঙ্কে রয়েছেন। এবং এই ঘটনার বিষয়ে গতকাল ইসলামপুর থানা ও ইসলামপুর পুলিশ সুপার দপ্তরে অভিযোগ দায়ের করেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজের পৈতৃক জমি বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী জিশান আহমেদ। তার দাবি সেই চা বাগানের জমি তার ঠাকুমার নামে ছিল। সেই জমি মহম্মদ মহসিন আলমের বাবাকে করে খাওয়ার জন্য অনুমতি ছিল। তার বাবার মৃত্যুর পর সেই জমি ছেরে দেওয়ার জন্য একাধিক বার বলা হয়েছে। কিন্তু তিনি সেই জমি ছাড়েনি। এরপর ও তিনি ইসলামপুর থানায় অভিযোগ করেছেন। এবং বিষয়টি যখন বিচারাধীন তখন আইন যা সিদ্ধান্ত নেবে তাই হবে বলে জানান তিনি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *