নিউজডেস্ক: পঞ্চায়েত ভোটের মাত্র চার দিন বাকি। তার আগেই বিজেপি প্রার্থীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল বক্সিরহাটের বালাকুঠি, জোড়াইমোড় এলাকায়। অভিযোগের আঙ্গুল তৃনমূলের দিকে। অন্যদিকে তৃণমূলের দাবি, নিজেরাই বোমা রেখে তৃনমূলের ওপর দোষ চাপাচ্ছে বিজেপি। এমনটাই সাফাই ঘাসফুল শিবিরের।
জানা গেছে আজ, মঙ্গলবার সকালে তুফানগঞ্জ ২ ব্লকের ভানুকুমারি ২ গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাকুঠি ৯/১৩০ নম্বর বুথের বিজেপি প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে তাজা বোমা পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। পরে বক্সিরহাট থানার পুলিশ এসে ওই তাজা বোমটি উদ্ধার করে।
বিজেপি প্রার্থী সুমিত বলেন, পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখে তৃনমূল ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সন্ত্রাস করছে। তবে বিজেপি কর্মীরা, প্রার্থীরা তৃণমূলের সন্ত্রাসকে ভয় পায় না। ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।