নিউজডেস্কঃ সোমবার উওর দিনাজপুর জেলার করণদিঘীর খুরকা বড়দই সহ সোনগাও গ্ৰামে BSF এর ৭২ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উপস্থিত ছিলেন BSF এর উচ্চ প্রদস্থ আধিকারিকরা। ৭২ নং ব্যটেলিয়ান উচ্চ প্রদস্থ এক আধিকারিক বলেন,ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্ৰামে প্রচুর অসুস্থ লোকজন রয়েছে।যারা সঠিক সময় চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারছে না।তাই ভারত বাংলাদেশ সীমান্তবতী গ্ৰাম খুরকা বড়দই সহ সোনগাও গ্ৰামে ৭২নং ব্যাটেলিয়ানের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়।

এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে ৫০০ জন স্থানীয় বাসিন্দা আসেন নিজেদের স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধ নিতে। খুরকা, বড়দই সহ সোনগাও গ্ৰামের লোকজন বলেন BSF ৭২ নং ব্যটেলিয়ান এই উদ্যোগে আমারা খুব খুশি। দেশের সুরক্ষা পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্ৰামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করায় প্রচুর লোকজনের উপকার হয়েছে।

আরও পড়ুনঃ

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *