আগুনে পুড়ে ভস্মীভূত দুই পরিবারের চারটি বাড়ি।ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রেমচাঁদগছ গ্রামে।পরিবার সূত্রে জানাগিয়েছে, সন্ধ্যাবাতির আগুন থেকেই এই অগ্নি সংযোগ ঘটেছে।গ্রামবাসীরা আগুন দেখতে পেয়েই আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং খবর দেওয়া হয় দমকল বাহিনী ও চোপড়া থানার পুলিশকে।দমকল বাহিনী আসার আগে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি বাড়ি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়ার তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি নাথু ঘোষ। ক্ষতিগ্রস্ত পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।একের পর এক চোপড়া ব্লক জুরে অগ্নি সংযোগের ঘটনায় চোপড়ায় আবারো জোরালো দাবি উঠছে দমকল কেন্দ্রের।