নিউজডেস্ক:
আজ শনিবার মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসার ফল প্রকাশিত হয়।সেখানে মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে রয়েছে উত্তর মালদার চার কৃতী পরীক্ষার্থী।
রতুয়া-১ ব্লকের বটতলা আদর্শ হাই মাদ্রাসা ছাত্রী মাসকুরা খাতুন ষষ্ঠ স্থান অধিকার করেছে(৭৬৫)।ওই মাদ্রাসার আরো এক ছাত্র নাজিব আহমেদ ৭৬১ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করে।অন্যদিকে চাঁচল-২ ব্লকের জালালপুর হাই মাদ্রাসার ছাত্র সাহিদুল ইসলাম (৭৬৩) নম্বর পেয়ে অষ্টম এবং ওই ব্লকেরই ধানগাড়া বিষণপুর হাই মাদ্রাসার ছাত্র ওয়াসিম আক্তার ৭৬০ নম্বর পেয়ে মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে।চার কৃতী সন্তানের এই নজরকাড়া এই ফলাফলে গোটা উত্তর মালদায় খুশির হাওয়া বইছে।
মাসকুরা বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পড়তে চায়।চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। অপরদিকে নাজিব আহমেদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রধান অন্তরায় অর্থ। তার পরিবার এখন পড়াশুনার চালাতে পারবে কিনা চিন্তায় রয়েছে নাজিব।
সাহিদুল জানিয়েছে,সে বড়ো হয়ে একজন চিকিৎসক হবে। ওয়াসিম ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে বোলপুর আল আমিন মিশনের বিজ্ঞান বিভাগে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
