সারাদেশের পাশাপাশি আজ চোপড়া ব্লক কংগ্রেস এর পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মরণসভা অনুষ্ঠিত হল দাসপাড়া লাইব্রেরি প্রাঙ্গনে । উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট ডক্টর মোসিরুদ্দিন , যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেহেবুব আলম সহ ব্লক কংগ্রেসের নেতৃত্বরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণ সভায় মালা ও ফুল দানের পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করেন ব্লক নেতৃত্ব । উল্লেখ্য ২৬ ডিসেম্বর রাত ৯টা ৫১ মিনিটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তারপর থেকেই সাত দিন কংগ্রেসের তরফ থেকে সমস্ত কার্যকলাপ বন্ধ রাখা হয়েছিল। ৭ দিন পর আজ স্মরণসভা কংগ্রেসের। চোপড়া ব্লক কংগ্রেসও তার ব্যতিক্রম নয়। মশিরউদ্দিন জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন আদর্শবান প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ ছিলেন। আগামীতে চোপড়া ব্লক কংগ্রেসও প্রয়াত মনমোহন সিং এর আদর্শ বাণীকে নিয়েই এগিয়ে যাবে ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *