১৯৯৮ সালে চোপড়া ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্ষীয়ান নেতা এসকে মকসুদ আলী ৬২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মকসুদ আলী তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি চোপড়া ঝারবাড়ি গুলিয়াভিটা এমএসকে স্কুলের প্রধান শিক্ষক হিসেবেও সুপরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক ও শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক জীবনে স্বচ্ছ ভাবমূর্তির জন্য তিনি সকলের কাছে সম্মানীয় ছিলেন। তার মৃত্যুতে চোপড়ার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো বলে অনেকে মনে করছেন।
১৯৯৮ সাল থেকে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ছিল তাঁর বাড়িতেই। এখান থেকেই দলের বিভিন্ন কর্মসূচি পরিচালিত হতো। মিছিলে তাঁর দীপ্ত স্লোগান এবং স্পষ্ট বক্তব্য চোপড়ায় তৃণমূল কংগ্রেসের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা দিয়ে শেষ বিদায় জানানো হয়।
তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে অনুগামী ও শুভাকাঙ্খীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ তার বাসভবনে নিয়ে আসা হলে পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙে পড়েন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *