ইসলামপুর স্টেট ফার্মকলোনী জুনিয়র বেসিক স্কুলে এদিন খাদ্য মেলার আয়োজন করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এক সপ্তাহ ব্যাপী যে স্টুডেন্টস উইক পালন করা হচ্ছে সেই কর্মসূচির শেষ দিন ছিল সোমবার । সেই উপলক্ষে এদিন ইসলামপুর শহর এবং পঞ্চায়েত এলাকার দুটি স্কুলে খাদ্য মেলার আয়জন করা হয়েছিল। স্কুলের মিড ডে মিল কর্মীদের সহযোগিতায় পড়ুয়ারা বিভিন্ন খাদ্য তৈরি করে। সেই খাদ্য পড়ুয়ারাই পরিবেশন করে। ফার্মকলোনী জুনিয়র বেসিক স্কুলে আয়োজিত খাদ্য মেলায় উপস্থিত ছিলেন ইসলামপুর বিডিও দীপান্বিতা বর্মন, অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দি, স্কুলের প্রধান শিক্ষক সহ অভিভাবকরা।