নিউজডেস্ক: চার জন শিশুর মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাতে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ এলাকায় এলেন। সন্তান হারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিনিধি দলের কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, বিএসএফ চাইলেও এই দায় এড়াতে পারে না । এত বড় একটা কাজ করা হয়েছে অথচ কোনো সতর্কতা অবলম্বন করা হয়নি। অন্তত স্থানীয় প্রশাসন বিষয়টি নজরে আনতে পারতেন। তাহলে হয়তো এই অঘটন ঘটতো না । পাশাপাশি তিনি রাজ্যপালের কাছে বিনীত অনুরোধ করেন অন্তত একবার এই এলাকা এসে পরিদর্শন করে যাওয়ার । রাজ্যপাল সন্দেশখালি যেতে পারলে এখানেও আসা উচিত বলে তিনি মনে করেন । অন্য এক প্রতিনিধি সদস্য অনন্যা চক্রবর্তী বলেন, এখানকার সমস্ত রিপোর্ট রাজ্যতে পাঠানো হবে । নালা তৈরীর সময় এলাকায় সাইনবোর্ড সহ বিভিন্ন সতর্কবার্তা অবলম্বন করা উচিত ছিল বলে তিনি মনে করেন ।