নিউজডেস্ক: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত হরদমনগরের বাসিন্দা রিকিতা চৌধুরী দৌলতপুর হাই স্কুলের ছাত্রী। সেই রিকিতার কন্যাশ্রী প্রকল্পের টাকা চলে গেলো তালসুর গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী দেবেন মহালদারের একাউন্টে । এই ঘটনা সামনে আসতেই শোরগোল পরে গেছে এলাকায়। শুক্রবার থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঐ ছাত্রী। অভিযোগ পেতেই হতবাক বিডিও।

এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। তৃণমূলের মদতে দালাল চক্র সক্রিয় রয়েছে অভিযোগ বিরোধীদের। জানা গেছে, কন্যাশ্রী প্রকল্পের টাকার জন্য আবেদন করেছিল রিকিতা।বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংকের খিদিরপুর শাখাতে অ্যাকাউন্ট রয়েছে তার। কিন্তু কন্যাশ্রীর ২৫ হাজার টাকা তার একাউন্টে না ঢুকে সেই টাকা চলে যায় মাছ ব্যবসায়ী দেবেন মহালদারের একাউন্টে ।ঘটনা জানতে পারার পর দেবেন মহালদারের সঙ্গে যোগাযোগ করে রিকিতার পরিবার।

প্রথমে তিনি টাকা ফেরত দিয়ে দিতে চাইলেও পরবর্তীতে টাকা দিচ্ছেন না বলে অভিযোগ। তারপরে ব্লক প্রশাসন এবং পুলিশের দারস্থ হয়েছে রিকিতা। এই মর্মে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সে। অভিযোগকারী ছাত্রী রিকিতা চৌধুরী বলেন, কন্যাশ্রী টাকা একজন ছেলের একাউন্টে কি ভাবে ঢুকে গেল। সেটা নিয়ে যাতে তদন্ত করা হয় সেই জন্য অভিযোগ জানিয়েছি। আমি আমার হকের টাকার দাবি করছি।এক জনের কন্যাশ্রী টাকা কি ভাবে অন্যজনের একাউন্টে গেল তা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *