চাঁচলে কম দামে মাছ না পেয়ে মৎস ব্যবসায়ীকে কোপ সিভিক ভলেন্টিয়ারের!

নিউজডেস্কঃ রক্ষকই কেমন ভক্ষক হয়ে গেলো। আজ মালদহের চাঁচল থানার দড়িয়া পুর এলাকায় এক সিভিক পুলিশ কম দামে মাছ না পেয়ে মৎস্য ব্যবসায়ীরই আঁশ বটি দিয়ে কোপালেন তাকে। গুরুতর জখম অবস্থায় ইমামপুরের বাসিন্দা সেই মৎসব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঐ … Continue reading চাঁচলে কম দামে মাছ না পেয়ে মৎস ব্যবসায়ীকে কোপ সিভিক ভলেন্টিয়ারের!