নিউজডেস্ক:
ইসলামপুর(Islampur) মহকুমা হাসপাতালের(Hospital) কনফারেন্স হলে শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনায় আতঙ্কিত হয়ে পরে রোগী ও রোগীর পরিজনেরা। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসি থেকে শর্টসার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন ইসলামপুর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে মিটিং চলা কালীন আচমকা শর্টসার্কিট থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই গোটা হাসপাতালে ধোঁয়ায় ভরে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।