ট্রেলারের সাথে বাইকের সংঘর্ষে অগ্নিকাণ্ডর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দোলুয়া ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনার জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে।
স্হানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় একটি লরি চোপড়ার তুতবাগান এলাকায় একটি বাইকে সজোরে ধাক্কা মারলে বাইকটি ট্রেলারের নিচে আটকে পরে। এরপর সেই অবস্থায় ট্রেলারটি পালানোর চেষ্টা করলে প্রায় ৩ কিলোমিটার দুরে দোলুয়া ৩১ নম্বর জাতীয় সড়কের উপর আগুন লেগে যায়। এই ঘটনায় জাতীয় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় বাইকে থাকা দুই ব্যক্তিকে জখম অবস্থায় চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দমকলকর্মীদের অনুমান দুর্ঘটনার জেরে ট্রেলারটিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ