শিলিগুড়ি থেকে মালদাগামী একটি ডেমো ট্রেনের পিছনের ইঞ্জিনে আচমকা আগুন লেগে যাওয়ায়, এই ঘটনা ঘিরে গাইসাল রেল স্টেশনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে ইসলামপুর থানার অন্তর্গত গাইসাল রেল স্টেশনে। আগুন দেখতে পেয়ে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেওয়া ডেমো ট্রেনটি গাইসাল স্টেশনে পৌঁছাতেই ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লক্ষ্য করেন কর্তব্যরত রেল কর্মীরা এবং যাত্রীরা। ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পেয়েই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টাই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন DRM কাটিহার সুরেন্দ্র কুমার। তিনি বলেন এই ধরনের ঘটনা হওয়ার কথা না। তবে কি কারণে আগুন লাগলো তা পরীক্ষা করে দেখা হবে। ইতি মধ্যে ট্রেনটি গাইসাল স্টেশন থেকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং যে সব যাত্রীরা আটকে পরেছে তাদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।