ব্যাংক কর্মী নাম করে প্রতারকদের ফোন। ওটিপি দিতেই দুটি একাউন্ট থেকে খোয়া গেল ১ লক্ষ ৩৩ হাজার ৪৪ টাকা। মঙ্গলবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ প্রতারিত ব্যক্তির।
জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কাশিবাড়ি এলাকার বাসিন্দা বাদিরুউদ্দিন নামে এক ব্যক্তির কাছে সোমবার ব্যাংক কর্মীর নাম করে প্রতারকদের ফোন আসে। এরপর ওই ব্যক্তিকে বলেন ব্যাংকের KYC করতে হবে তার জন্য আধার কার্ড, এটিএম কার্ড, প্যান কার্ড লাগবে। কিছু না বুঝে ওই ব্যক্তি নিজের এটিএম কার্ড ও আধার কার্ডের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। এরপর প্রতারকরা ওই ব্যক্তির মোবাইলে ওটিপি পাঠান এবং সেই ওটিপি নাম্বার দিতে বলা হয়। সেই ওটিপি নাম্বার দিতেই একটি একাউন্ট থেকে ৫৪ হাজার ৪৪ টাকা এবং আরেকটি জয়েন্ট একাউন্ট থেকে ৭৯ হাজার টাকা তুলে নেন প্রতারকরা তুলে নেন। এরপর ওই ব্যক্তি প্রতারিত হয়েছে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।