বালির ঘাট থেকে বালি তোলাকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে চোপড়ার চিতলঘাটা এলাকায় তুলকালাম বেধে যায় গতকাল। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চিতলঘাটা এলাকায় দীর্ঘদিন থেকে বালির ঘাট বন্ধ থাকার পর শুক্রবার বালি তোলা শুরু হয়। রাহি মাসুমের পক্ষ কাগজপত্র নিয়ে টেন্ডার হয়েছে বলে দাবি করে বালি তোলা শুরু করে গতকাল। তখনই সাইয়াদ হুসেন সহ স্থানীয় কিছু বাসিন্দারা বালি তুলতে বাধা দেয়। এই ঘটনাকে ঘিরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় বেশ কয়েকজন জখম হওয়ায় চিতলঘাটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখমদের চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় এক জখমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গতকালই।